বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি গরুর মৃত্যু

By Meherpur News

August 04, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিক পাড়ার কটার একটি গরু সকালে ঘাস খেতে খেতে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সামনের একটি বাড়ির গলিতে প্রবেশ করে। গলির ভিতর একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত গরুটি ওই ভ্যানের নিচে থাকা বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে আসে এবং ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।

পরে খবর পেয়ে গরুটির মালিক ঘটনাস্থলে এসে মৃত গরুটিকে উদ্ধার করে নিয়ে যান। শহরের অভ্যন্তরে খোলা আকাশের নিচে অবাধে ঘুরে বেড়ানো গবাদিপশুদের মধ্যে এই গরুটি একটি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, রাস্তাঘাটে এভাবে বিদ্যুৎচালিত যানবাহন চার্জে রাখার কারণে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া শহরের মধ্যে অবাধে গরু চলাচলের বিষয়েও কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবি জানান তারা।