বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

July 29, 2019

দেশের অধঃন্তন আদালতে কর্মরত কর্মচারীগনকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভক্ত করন, বিচারকগনের ন্যায় সহায়ক কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি এবং পদোনইতর সুযোগ রেখে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন করার দাবীতে জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন।

সোমবার দুপুরে বাংলাদেশ বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন এ স্মারকলিপি প্রদান করেন। জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম স্মারকলিপি গ্রহন করেন। এ্যাসোসিয়েশনের সভাপতি আহছানুল হক, সম্পাদক মাসুদ রানা, আসাদুজ্জামান জুয়েল, আমিনুল ইসলাম মিন্টু, শাহীন উদ্দীন, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

# নিজস্ব প্রতিনিধি #