বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন আদালত পরিদর্শন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ

By Meherpur News

September 16, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ মেহেরপুরে জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় আদালতের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক দিক নিয়ে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তারা উপস্থিত থেকে বিচারপতিকে স্বাগত জানান এবং আদালতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।