বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৫ সমাপ্ত

By Meherpur News

June 04, 2025

মেহেরপুর নিউজ:

রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, মাদ্রাসা ছাত্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ এবং পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৫ সমাপ্ত হয়েছে। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আঞ্জুমান আরার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এম টি ই পি আই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন ” এর প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ কামরুন্নাহার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, কৃষি অফিসার মনিরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমূখ।

এদিকে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কওমি মাদ্রাসার ছাএদের মাঝে খাবার বিতরন করা হয়,এ সময় উপস্থিত ছিলেন মো: মোশারফ হোসেন, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ আলাউল হক প্রমুখ।