শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবাষিকী

By মেহেরপুর নিউজ

May 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: “ডাকি তব নাম শুষ্ক কন্ঠে আশা করি প্রাণপণে-নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে” কবির এই নিবিড় প্রেমের সরস নিয়ে মেহেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উৎসবের সমাপনী ও ১৫১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।

অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল রচনা লিখন, কবিতা আবৃত্তি,রবিন্দ্রসংগীত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, অভিনয় প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান শেষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্টানে জেলা প্রশাসক সাহান আরা বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আল আমিন ধুমকেতু, হাসানুজ্জামান মালেক প্রমূখ। অনুষ্টান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।