বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন গ্রামে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

July 23, 2023

মেহেরপুর নিউজ:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রফেসর আব্দুল মান্নান বিভিন্ন গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা এবং স্থানীয় ব্যাক্তিবর্গ ও নতুন প্রজন্মের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নসহ স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ের রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রফেসর আব্দুল মান্নান সুবিদপুর,বৈকন্ঠপুর , কুলবাড়িয়া, মনোহারপুর, উজলপুর, ফতেপুর, কামদেবপুর, ইছাখালি, ঝাঁঝা, হরিরামপুর, গোভীপুর গ্রামে গণসংযোগে করেন।গণসংযোগ কালে প্রফেসর আব্দুল মান্নানের সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, মির্জা গালিব উজ্জ্বল, রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল, মোঃ সেলিম রেজা, সাজেদুর রহমান সাজু-