ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের পান্তা উৎসব

By মেহেরপুর নিউজ

April 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ এপ্রিল:

বাংলা নববর্ষ বরন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করা হয়। মেহেরপুর ১ অসনের সংসদ সদস ফরহাদ হোসেন  পান্তা ইলিশ উৎসবের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যা্ড. মিয়াজান আলী, পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ সকল শ্রেণী পেশার মানুষ পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু অতিথিদের স্বাগত জানান।

এলাহিদাদ ফাউন্ডেশন:

বাংলা নববর্ষ বরন উপলক্ষে মেহেরপুরের এলাহিদাদ ফাউন্ডেশনের  উদ্যোগে মেহেরপুর ভৈরব নদের পাড়ে পান্তা উৎসবের আয়োজন করা হয়। মাটির সানকিতে পান্তা ভাত, ইলিশ মাছ ও আলু ভর্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করানো হয়।

মেহেরপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন , শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, নুরুল ইসলাম প্রমুখ পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। এলাহিদাদ ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান।

মেহেরপুর সরকারী কলেজ:

বাংলা নববর্ষ বরন উপলক্ষে মেহেরপুর সরকারী কলেজের উদ্যোগে সরকারী কলেজ প্রাঙ্গনে পান্তা  ইলিশের আয়োজন করা হয়। সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঅবুল কালাম অঅজহাদের সভাপতিত্বে পান্তা উৎসবে অন্যান্যদের মধ্যে সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, শরীর চর্চা শিক্ষক মাসুদুল হাসান সহ কলেজের শিক্ষার্থীরা পান্তা উৎসবে অংশ গ্রহন করে।

মেহেরপুর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম একাডেমী:

বাংলা নববর্ষ বরন উপলক্ষে মেহেরপুর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম একাডেমীর  উদ্যোগে স্কুল  প্রাঙ্গনে পান্তা উ’সবের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম একাডেমীর পরিচালক জান্নাতুল ফেরদৌস পারুল, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, এটুজেড কোচিং সেন্টারের পরিচালক আখতারুজ্জামান, সিরাজুল ইসলাম একাডেমীর সহকারী শিক্ষক সেলিনা চৌধুরী সহ একাডেমীর শিক্ষার্থীরা পান্তা উৎসবে অংশগ্রহণ করে।