বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন মামলার ১০ আসামীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার সদর ,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ আসামীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জিআর মামলায় ৭জন, সিআর মামলায় ২জন এবং মেহেরপুরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে ২.৫ গ্রাম হেরোইনসহ ১জনকে আটক করেছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টা মেহেরপুর সদর ,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসকল আসামীদের আটক করেছে। আটক আসামীদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানা গেছে।