মেহেরপুর নিউজ,১৬ অক্টোবর: মেহেরপুরের তিন থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়নাভুক্ত ও সন্দিগ্ধ ৩৬ আসামীকে আটক করেছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ২৮ এবং সন্দিগ্ধ ৮ আসামীকে আটক করেছে পুলিশের একাধিক টিম। আটক আসামীদের মধ্যে জি আর মামলায় ১৫, সি আর মামলায় ৬, নিয়মিত মামলায় ৭ এবং ১৫১ ধারায় আরো ৮ জন রয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, আটক আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।