বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক ৩য় ব্যাচের প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

July 24, 2018

মেহেরপুর নিউজ,২৪ জুলাই: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা ইউনিয়ন পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় ব্যাচের ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট এ্যাটাক, স্টোক, কান্সার ও অন্যান্য অসংক্রামক ব্যাধী প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহাম্মদ বিজনের সভাপতিত্বে প্রশিক্ষনে স্বাগত বক্তব্য রাখেন জাইকা’র ইউডিও নুৃরুল ইসলাম, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহাম্মদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব উল আলম রোমানা আহাম্মেদ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক।