বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

July 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ জুলাই: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা ইউনিয়ন পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জায়কা) সহায়তায় বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকাল শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহাম্মদ বিজনের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইউডিও নুরুল ইসলাম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহাম্মদ। এছাড়াও সাংবাদিক তুহিন আরণ্য, আলামিন হোসেন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহাম্মদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহা জামাল প্রমূখ। প্রশিক্ষণে ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট এ্যাটাক, স্টোক, কান্সার ও অন্যান্য অসংক্রামক ব্যাধী নিয়ে আলোচনা করা হয়।