বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

By মেহেরপুর নিউজ

September 03, 2016

মেহেরপুর নিউজ, ০৩ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার বিভিন্ন স্কুল ও কলেজ ও মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক পরিমল সিংহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চদ্র গোলদার, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামান, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শিক্ষক শরিফুল ইসলাম, অভিভাবক সরফরাজ হোসেন মিদুল প্রমুখ। এছাড়াও জেলায় অবস্থিত সকল স্কুল কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

 

ইসলাম নগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মেহেরপুর সদর উপজেলার ইসলাম নগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রহুল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন হাসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলী মোল্লা।

অন্যদের বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুনতাজ আলী, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাদ্রাসার শিক্ষক ফারুক হোসেন।

মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মেহেরপুর শহরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কলেজ হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বে করেন কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিনন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সহ-সভাপতি আব্দুল হালিম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, ব্যাবসায়ী ফজলুল করিম।

অন্যদের বক্তব্য রাখেন সহকারী অধ্যপক রকিবুল হাসান, রফিকুল আলম।