জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপন

By মেহেরপুর নিউজ

July 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ জুলাই:

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্যোগে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। বুধবার কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মদ, সহকারী শিক্ষক মোখলেচুর রহমান সহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গনে এসময় বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

মেহেরপুর পৌর কলেজ:

মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের উদ্যোগে পৌর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা

হয়। পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজিম উপস্থিত থেকে কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। এসময় উপাধ্যাক্ষ মহাসিন আলী আঙ্গুর, প্রভাষক মাসুদ রানা, গোলাম মোস্তফা, ওয়াজেদ আলী সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পৌর কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

মেহেরপুর সরকারি কলেজ:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সহযোগী অধ্যাপক

আব্দুল্লাহ আল আমীন কর্মসূচির সূচনা করেন। এসময় সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ঔষধী গাছের চারা রোপন করা হয়।