রাজনীতি

মেহেরপুরে বিভিন্ন সংগঠনের জাতীয় শোক দিবস পালন (পর্ব ২)

By মেহেরপুর নিউজ

August 15, 2015

মেহেরপুর নিউজ, ১৫ আগষ্ট: বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪০ তম শাহাদক বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিবিন্ন সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে।

মেহেরপুর শহরের ওয়ার্ড আওয়ামীলীগের শোক দিবস পালন: মেহেরপুর শহরের ২নং, ৬ নং এবং ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙালী ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পৃথক পৃথক অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার গরীবদের মাঝে খাবার বিতরণ করেণ। এ সময় এ সকল অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহিন, আব্দুর রব, জাফর ইকবাল, মোকলেসুর রহমান প্রমুখ।

জেলা শ্রমিক লীগের শোক দিবস পালন মেহেরপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শ্রমিক লীগের কার্যালযে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে শ্রমিক লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহিন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। পরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পৌর কাউন্সিলরদের শোক দিবস পালন মেহেরপুর পৌর কাউন্সিলরদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পৌরসভার সামনে কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাড. ইব্রাহিম শাহিন, কাউন্সিলর আল মামুন, রিয়াজতুল্লাহ, আবদুল্লাহ বিন হাশেম প্রমুখ। পরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা বাস্তহারালীগের শোক দিবস পালন

মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা বাস্তহারালীগের কার্যালয়ে সংগঠনের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে¡ প্রধান অতিথি উপস্থিত থেকে গরীবদের মাঝে খাবার বিতরণ করেণ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এ সময় সাধারণ সম্পাদক রকি, উপজেলা সম্পাদক এস এম রাসেল, বাস্তহারালীগ নেতা সোহেল আহমেদ প্রমুখ।

১ নং ওয়ার্ড আওয়ামীলীগের শোক দিবস পালন মেহেরপুর পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ঘাটপাড়ায় আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সহসভানেত্রী তহমিনা আবেদীন । এতে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ। পরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শ্রমিকলীগের শোক দিবস পালন মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শ্রমিক লীগের কার্যালয়ে সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, শ্রমিক নেতা এম এ কুদ্দুস, আওয়ামীলীগ নেতা আমানুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সহসভাপতি জান্টু শেখ, অনন্ত কুমার, মতিয়ার রহমান প্রমুখ। পরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামপুর আওয়ামীলীগের শোক দিদবস পালন মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা, কাঙালী ভোজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাম আওয়ামীলীগনেতা শফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, কলিমউদ্দিন, নজরুল ইসলা, আবুল কাশেম, ফারুক হোসেন, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম,ফিরাতুল ইসলাম, হাবিবুর রহমান, দূর্জয়, জিয়ারুল ইসলাম প্রমুখ।

খন্দকারপাড়া মটর শ্রমিক ইউনিয়নের শোক দিবস পালন

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সাব কমিটি খন্দকার পাড়ার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় অফিস প্রাঙ্গনে ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আলহাজ্ব মীর আব্দুল বাকি।বক্তব্য রাখেন সম্পাদক আজহারুল ইসলাম, মজনু শেখ, টুকুল শেখ প্রমুখ। পরে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের শোকসভা মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহযোগীতায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মেহেরপুর সিদ্ধেশরী কালি মন্দিরে মন্দির কমিটির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বোস, অব: শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, কার্তিক চন্দ্র মন্ডল, তপন কুমার প্রমুখ।