মিডিয়া

বিশিষ্ট সাংবাদিক ও লেখক সৈকত রুশদীর ফুফুর ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

October 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ অক্টোবর: মেহেরপুর জেলার অন্যতম বয়োজ্যেষ্ঠ নারী খোদেজা খাতুন বুধবার বিকেলে কুষ্টিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং মরহুম ফৈমুদ্দিন বিশ্বাস-এর কন্যা খোদেজা খাতুন মৃত্যুকালে চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনী, আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী খাজা আহমেদ বহু আগেই প্রয়াত।মরহুমার কনিষ্ঠ পুত্র একরামুল হক একটি ঔষধ কোম্পানীর কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা এলাকার আঞ্চলিক প্রতিনিধি। মরহুমা খোদেজা খাতুন কানাডা প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈকত রুশদী’র ফুপু এবং মেহেরপুর-১-এর সংসদ সদস্য ফরহাদ হোসেন-এর খালা। এশার নামাজের পর বেতবাড়িয়া গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে বেতবাড়িয়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। সদালাপী ও পরোপকারী খোদেজা খাতুন তাঁর এই সুদীর্ঘ জীবনে সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।