মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে “তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি” শীর্ষক বিশুদ্ধ যাত্রা উৎসবের পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা যাত্রা উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, গাংনী উপজেলা যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি জাহিদ হাসান রাজিব।পরে তৃণমূল মানুষের জন্য শিল্প-সংস্কৃতি” শীর্ষক বিশুদ্ধ যাত্রা উৎসব উপলক্ষে যাত্রা শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।