বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্বকবি জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By Meherpur News

May 08, 2025

মেহেরপুর নিউজ:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.একেএম নজরুল কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা আবদুল্লাহ আল-আমিন।সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট নাসরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ড.গাজী রহমান।পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি শিল্পীরা এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারি কমিশনার নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবীর আনসারী, শেখ তৌহিদুল কবীর , মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।