বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

April 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ এপ্রিল: মেহেরপুরে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‍‍“স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে” প্রতিপাদে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে।

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নফ কবীরের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সকড় প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর, কর্মকর্তা সুভাস চন্দ্র গোলদার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা শিক্ষা ব্র্যাক ব্যাবস্থাপক মোসারফ হোসেন, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা দীপক কুমার প্রামানিক, উপ-তত্বাবোধায়ক জহির উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই, ফাহমিদা শবনম প্রমুখ।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।