বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

By Meherpur News

July 11, 2019

নিজস্ব প্রতিনিধি : র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি পালন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস, আবু সাইদ মানিউল, পাপিয়া খাতুন প্রমুখ।

পরে সেখানে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখার জেলা পর্যায়ে পরিবার কল্যান সহকারী ফিরোজা বেগম, পরিবার কল্যান পরিদর্শিকা মনোয়ারা খাতুন, পরিদর্শক আজাদ রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফিরোজা খাতুন, বাউট স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, মেহেরপুর সদর উপজেলা পরিষদ, সূর্য্যরে হাসি ক্লিনিক মেহেরপুর ও সূর্য্যরে হাসি ক্লিনিক গাংনীকে পুরস্কার প্রদান করা হয়।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।