বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান

By Meherpur News

July 14, 2025

মেহেরপুর নিউজঃ

আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোমানা হেলালের জুশি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী পাপিয়া খাতুন, কাথুলী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা গুলশেতারা, আমদাহ ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক আল শাহিদ মানিউন, উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমুল হুদা।

পরে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে কুতুবপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী পাপিয়া খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা গুলশেতারা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক কাথুলী ইউনিয়নের মুস্তাক আহমেদ, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বামুন্দীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র গাংনী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ রায়পুর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ মেহেরপুর সদর উপজেলা পরিষদ এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই সাথে মেহের সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে কুতুবপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী পাপিয়া খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা বুড়িপোতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আলপনা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক কুতুবপুর ইউনিয়নের আজাদ হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বুড়িপোতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফিরোজা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বুড়িপোতা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কুতুবপুর ইউনিয়ন।