বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 29, 2019

মেহেরপুর নিউজ, ২৯ সেপ্টেম্বর: মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৯ পালন উপলক্ষে  র‌্যালির আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস । এবার দিবসটির প্রতিপাদ্য ‘জলাতঙ্ক নির্মূলে টিকাদানই মুখ্য।’

রবিবার সকালে  সদর উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে  মেহেরপুর জেনারেল হাসপাতালের আর এম ও  ডা. এহসানুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।

জলাতঙ্ক নির্মূল কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, আগে কুকুরে কাউকে কামড় দিলে সাতটি ইনজেকশন দেওয়া হতো। এখন মাত্র তিনটি ইনজেকশন দেওয়া হয়। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেশের ৩৫ জেলায় ১২ লাখ ৮৩ হাজার ৬৪৫টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোতে কুকুরকে টিকা দেওয়া হবে। এর মধ্য দিয়ে জলাতঙ্ক নির্মূলের পথে দেশ এগিয়ে যাবে।