মেহেরপুর নিউজ,২০ অক্টোবর: উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন এই শ্লোগানে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর পালিত হলো বিশ্ব পরিসংখ্যান দিবস। মঙ্গলবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমী মোড় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের নেতৃত্বে একটি র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার মো: আরিফ হোসেন, দেলোয়ার হোসেন, জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শশ্মান কুমার মন্ডল প্রমুখ।