মেহেরপুর নিউজ:
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে “সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মেহেরপুর জেলা প্রশাসন ও টিটিসি’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ, সাংবাদিক ফারুক হোসেন।
আলোচনা সভায় টিটিসি’র মেকানিক্যাল বিষয়ক প্রশিক্ষক ফিরোজ হোসেন এবং ইলেকট্রিক্যাল প্রশিক্ষক সোহেল রানাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে এর আগে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় অন্যদের মধ্যে মেহেরপুর টিটিসি অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।