বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস -২০১৫। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের নেতৃত্বে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল হক, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশকার আলীসহ জেলার বিভিন্ন এলাকার দৃষ্টিপ্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।