মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: “রক্তচাপ নিয়ন্ত্রনে যার,নিরাপদ জীবন তার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। আজ রোববার সকাল ৮ টার দিকে মেহেরপুর সিভিল সার্জন ডা. আব্দুস শহীদের নেতৃত্বে একটি র্যালী মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুর হয়ে শহর প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসে যেয়ে শেষ হয়। র্যালীতে মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক,বিএমএ’র সদস্য,নার্স,কর্মচারীসহ শতাধীক ব্যাক্তিবর্গ অংশগ্রহন করে। র্যালী শেষে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা.আব্দুস শহীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেহেরপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.এম এ বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র মেহেরপুর শাখার সভাপতি ডা.রমেশ চন্দ্র নাথ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মিজানুর রহমান,মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান। বক্তব্য রাখেন ব্রাকের জেলা ব্যবস্থাপক মশিউর রহমান, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন প্রমুখ।