টপ নিউজ

মেহেরপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

By মেহেরপুর নিউজ

November 03, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক ওয়াসিম (২৬) বাড়িতে অনশনে বসেছেন  প্রেমিকা শিউলি খাতুন (১৯)।

রবিবার ভোর রাত থেকে ওয়াসিমের বাড়ির সামনে বসে শিউলি খাতুন। বাড়িতে অনশন করার পর থেকে ওয়াসিম গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

প্রেমিক ওয়াসিম মুজিবনগর উপজেলার আনন্দবাস বিশ্বাস পাড়ার আবুল হোসেনের ছেলে এবং প্রেমিকা শিউলি খাতুন একই গ্রামের ইনু বিশ্বাসের মেয়ে।

স্থানীয় জানায়, আনন্দবাস গ্রামের বিশ্বাস পাড়ার প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ওয়াসিমের সাথে শিউলি খাতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ  সকালে ঘুম থেকে উঠে জানতে পারি ছেলের বাড়িতে মেয়ে চলে এসে বিয়ের দাবিতে অনশন করেছে।

শিউলি খাতুন জানান, আমাদের সম্পর্ক ৭ বছরের। আজ বিয়ে করবো কাল করবো বলে ৭ বছর টেনে নিয়ে গেলো আমাদের সম্পর্ক। আমি ওয়াসিমকে বার বার বিয়ের জন্য চাপ দিতে থাকি। তখন গতরাতে আমাকে আসতে বলে। আমি তার কথা মত ভোর রাতে এই বাড়িতে আসি। আমি এই বাড়িতে আসার পর পরিবারের লোকজনের কথা শুনে এখন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। পরে ওয়াসিমের মা আমার মোবইল নিয়ে  ৭ বছর চলাকালীন রিলেশনের যত ছবি, কথার রেকোর্ড ছিলো সেগুলো সব ডিলিট করে দিয়েছে। বলছে বাড়ি চলে যাও আমি পরে দেখবো। আমি বুঝতে পারছি সে আমাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ের জন্য মেয়ে দেখছে। আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে যাবো না।

এবিষয়ে  ওয়াসিমের মা বলেন, আমার ছেলে আজ ৩ দিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছে। আমার ছেলে তাকে ডাকেনি। সে নিজেই আজ সকালে বাড়িতে এসে আমার ছেলেকে বিয়ে করার দাবি করে। আমার ঐ মেয়ে পছন্দ না। আমি ঐ মেয়েকে বৌ হিসাবে মেনে নেবো না। ওরা যদি কিছু করে আমি এ বাড়িতে উঠতে দেবো না। এ বাড়ি আমার।