বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বুদ্ধিজীবী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.রীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। অন্যদের মধ্যে বক্তব্যে দেন  পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  কে এম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন প্রমুখ।

মেহেরপুর পৌরসভা:

মেহেরপুর পৌরসভার উদ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ স্মৃতি সৌধে পৃথক পৃথক পুস্পমাল্য অর্পন করা হয়।

বুধবার সকালে প্রথমে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু  শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং পরে শহীদ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করেন। এসময় পৌর সচিব তৌফিকুল আলম সেখানে উপস্থিত ছিলেন।

 

জেলা মুক্তিযোদ্ধা সংসদ: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্মৃতি সৌধে পুস্পম্যাল্য অর্পন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেনের নেতৃত্বে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতি সৌধে পুস্পমার‌্য অর্পন করেন মুক্তিযোদ্ধারা। এসময় মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

 

 

জেলা মহিলা আ.লীগ মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। বুধবার সকালে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছফুরা খাতুনমহ নেত্রীরা উপস্থিত ছিলেন।