বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিচিত অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 09, 2023

মেহেরপুর নিউজ:

বিভিন্ন ক্যাডারের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মেহেরপুরে আগত ১০ প্রশিক্ষণার্থীদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের পরিচিতি অনুষ্ঠান। রবিবার বিকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জানাহ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মোঃ আব্দুল কাদের মিয়া,সরকারি কমিশনার রনি খাতুন, এনডিসি গোলাম রাব্বানী সোহেল, সহকারী কমিশনার দেবাংশু বিশ্বাসসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে নবীন কর্মকর্তাগণ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে সংযুক্ত থেকে বিভিন্ন সরকারি ফপ্তরের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন।মাঠ সংযুক্তির প্রথম দিনে আজ জেলাপ্রশাসনের কার্যক্রম বিষয়ে তারা বাস্তব জ্ঞান লাভ করেন। মেহেরপুর জেলা ও জেলা প্রশাসনের কার্যক্রম বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাদির মিয়া।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেেশ্য বলেন, “দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে দেশের কল্যাণে এবং জনগণের সেবায় কাজে লাগাতে হবে।