টপ নিউজ

মেহেরপুরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 09, 2019

মেহেরপুর নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন মেহেরপুরের সাধারন ছাত্ররা।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত রোববার দিবাগত রাত তিনটার দিকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়।

প্রকৌশল আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে নাসিম রানা বাধন, সাইফুল ইসলাম সৈকত, আসিফ, মেহেরাব হোসেন ইমন, সৈকত, সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।