মেহেরপুর নিউজ:
‘গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ মেহেরপুরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে শনিবার সকালে এ র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবীর,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ।
পরে শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বের অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবীর।
অতিরিক্ত জেলা প্রশাসক কাদির মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।