বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

By Meherpur News

July 13, 2025

মেহেরপুর নিউজ:

“কাম ফর হিউম্যানিটি”র উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং তাদের সরাসরি অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন কর্মসূচির উদ্বোধন করেন এবং চারা বিতরণে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক রায়হান মুজিব, “কাম ফর হিউম্যানিটি”র প্রকল্প সমন্বয়ক তুহিন খান এবং সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবক বৃষ্টি মুন্সী, মো. হাসানুজ্জামান হাসান, মো. রায়হান রাফি, মো. সাকিব মিয়া, মো. আতিক রহমান ও মো. সুমন মিয়া প্রমুখ।

এই কর্মসূচি “গ্রিন স্কুল, ক্লিন স্কুল প্রতিযোগিতা ২০২৫ – সিজন ৪” এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিবেশ সচেতনতা, শিক্ষার্থী ও শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব অভ্যাসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।