বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: শুক্রবার বাদ জুম্মা “আল্লাহ মেঘ দে, পানি দে, ছাঁয়া দে ” এই আকুতি জানিয়ে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাড়িয়ে দুই রাকাত এসতেস্কার নামাজ আদায় শেষে দু’হাত তুলে মোনাজাত করলেন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামবাসি।

উল্লেখ্য,গত একমাস যাবৎ মেহেরপুর জেলায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় প্রচন্ড গরমে জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে। পাশাপাশি খরায় পুড়ে যাচ্ছে ফসলের মাঠ।

এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় বৃষ্টি। তাই আল্লাহর দরবারে এই বৃষ্টির আকুতি জানিয়ে যাদবপুর ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করেন গ্রামবাসি। নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুল ইসলাম।