বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির অবস্থান ধর্মঘট

By মেহেরপুর নিউজ

February 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ ফেব্রুয়ারি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুরে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে তারা এ কর্মসূচী পালন করেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। অবস্থান ধর্মঘট কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।