বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেদে দলের অভিনব কায়দায় চাঁদাবাজি

By মেহেরপুর নিউজ

September 09, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর শহরে বেদে দল অভিনব কায়দায় চাঁদা আদায় করছে। গত কয়েকদিন যাবত মেহেরপুর শহরে বেদে দল সাপের ভয় দেখিয়ে পথচারী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করায় আতংক সৃষ্টি অতিষ্ট হয়েছে।

১০-১২ জনের মহিলা বেদে দল কৌটা বা কাঠের বক্সে সাপ নিয়ে পথচারিদের পথ রোধ করার পর মুখে এবং বুকের সামনে সাপ ধরছে। সাপ দেখে পথচারিরা আতংকিত হয়ে পরছে।

বেদে দল টাকা না দিয়া পর্যন্ত ছাড়া হচ্ছে না। সোমবার সকালে মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় বেদে দলকে চাঁদাবাজি করতে দেখা যায়।