বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ‘বেষ্ট স্কুল ফর গার্লস’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 21, 2016

মেহেরপুর নিউজ,২১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে ‘বেষ্ট স্কুল ফর গার্লস’ অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের সভার আয়োজন করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। জেলা জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, আইটিভিএস-এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদ হাসান মিলু, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর খুলনা এলাকা সমন্বয়কারী খোরশেদ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ,দ্য হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমš^য়কারী হেলাল উদ্দীন। অনুষ্ঠানে গাংনী উপজেলার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ইউপি সদস্যরা অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে আইটিভিএস বাংলাদেশ-এর সহযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী কমিটিসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা স্থান অর্জন করায় ১৬টি পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।