বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 01, 2023

মেহেরপুর নিউজ:

বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয় এবং আমঝুপি দাখিল মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন করা হয়।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর নেতৃত্বে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,সিএমসি মাধ্যমিক বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক সাইদুর রহমান, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, হাসান মাহমুদ, কামরুদ্দোজা, শরিফুজ্জামান সাইদুর রহমান, ফারাহ হোসেন লিটন, শফিকুল ইসলাম, ফয়জুল কবীর, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ঐ সকল বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীরা শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।