বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়নে মানববন্ধন

By Meherpur News

October 11, 2025

মেহেরপুর নিউজ:

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০ শতাংশ থেকে ৪৫ শতাংশে উন্নীতকরণ, ১০০ শতাংশ বোনাস প্রদান, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখা।

শনিবার দুপুরে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, করমদি কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম এবং জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।