অন্যান্য

মেহেরপুরে বৈষম্য বিলোপ আইন ২০১৪ প্রণয়ের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর: “জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য রুখো” এই শ্লোগানে বৈষম্য বিলোপ আইন ২০১৪ প্রণয়ের দাবিতে দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয় হালদাল, মৃন্ময় সাহা, শ্যামল হালদার, সমর হালদার, ভোলা, সুজন, অর্ঘ, অন্তরা, দিপক, উজ্জল, মহাদেব, ঋনা, ঋক্তি, আরতী পিংকি প্রমুখসহ সংগঠেনর সদস্যরা উপস্থিত ছিলেন।