বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বোমা বিষ্ফোরনে আহত জিরনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড ।। থানায় মামলা

By মেহেরপুর নিউজ

January 16, 2013

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী: মেহেরপুর শহরের কাশাড়ীপাড়ায় বিষ্ফোরিত বোমার বিষ্ফোরনে আহত জিরনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনার পরপরই আহত জিরনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে পঙ্গুতে রেফার্ড করার সিধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে,এ ঘটনায় পুলিম বাদী আজ রাতে আহত জিরনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।যার নং-২০। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,আহত জিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিক বিপুলকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখ্য,আজ বৃধবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর শহরের কাশাড়ীপাড়ার মুক্তি রাইচ মিলের পাশে নাড়া চারা করতে যেয়ে বিকট শব্দে একটি বোমা বিষ্ফোরিত হয়।বিষ্ফোরিত বোমার স্প্রীন্টারে মেহেরপুর মল্লিকপাড়ার চা বিক্রেতা আনারুল ইসলামের ছেলে মোটর মেকানিক জিরনের ডান হাতের পাঞ্জা ঝলসে যায় এবং শরিরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়।