মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন। গাংনী উপজেলার ১০ টি বিদ্যালয়ের ছেলে এবং মেয়েরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক ও দ্বৈত খেলায় অংশগ্রহণ করেন।