বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ব্ল্যাক-বেঙ্গল ছাগল পালন নিয়ে সাংবাদিকদের সাথে কর্মশালা

By মেহেরপুর নিউজ

December 13, 2017

মেহেরপুর নিউজ, ১৩ ডিসেম্বর: মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে ব্ল্যাক-বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ব্ল্যাক-বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্ল্যাক-বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান প্রকল্পের সমš^য়কারি জাহাঙ্গীর আলম। কর্মশালায় জেলায়কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমš^য়কারি জাহাঙ্গীর আলম বলেন, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলার বিভিন্ন গ্রামে ৬হাজার উপকারভোগীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এক কোটি ৬৮ লাখ টাকা এই প্রকল্পে বরাদ্দ রয়েছে। ইতি মধ্যে এক কোটি ১১ লাখ টাকা খরচ হয়েছে। বরাদ্দের সিংহভাগ প্রশিক্ষণে খরচ হয়েছে বলে তিনি স্বীকার করেন। বাকিটা ছাগল পালনকারীদের উদ্বুদ্ধকরণ কাজে এবং মাঁচা তৈরির কাজে খরচ হয়েছে।