বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বড়দিন পালিত

By মেহেরপুর নিউজ

December 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর: মেহেরপুর জেলার মুজিনগর উপজেলার বিভিন্ন গ্রামে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে এ উৎসবের সূচনা করা হয়। পরে সকালে ভবরপাড়া সহ মোট ৪টি গির্জায় প্রার্থনা করা হয়। এছাড়াও রোমান ক্যথলিক চার্চ অব বাংলাদেশ, এজি মিশন চার্চ, প্রেস ব্রিডিয়াম চার্চসহ সকল চার্চের আওতাধীন আনুমানিক ৫ হাজার খ্রিষ্টান সম্প্রদায়েরর বাড়ি বাড়ি এ উৎসব পালন করা হয়।

এ উপলক্ষে মুজিবনগর উপজেলার বিভিন্ন গির্জাগুলোতে করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা করা হয়। বড়দিনের দেখার মত সবচেয়ে দর্শনিয় বেহসতি আদলে তৈরি হয় গোসালা ঘর। যেখানে দুইশত বছর আগে জন্ম নিয়েছিলো যিশু খ্রিষ্ট। তাছাড়া মা মেরীর আবাসস্থলটি তৈরি করা হয় পাথরের টুকরো দিয়ে। সাজানো হয়েছে নানা রঙে। এ দিন উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করানো হয়।