ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে বড়দিন পালিত

By মেহেরপুর নিউজ

December 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: রোববার খৃীষ্টান ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পালিত হয়েছে। বড়দিন উপলক্ষে জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর ও রতনপুর এবং গাংনী উপজেলার চিৎলা ও যুগিন্দার গীর্জায় চলে উপাসনা। জেলার বিভিন্ন এলাকা থেকে খৃীষ্টান ধর্মের নারী-পুরুষ, শিশু-কিশোর ও যুবক-যুবতীরা জেলার বিভিন্ন গীর্জায় যায়।

দিনের শুরুতেই গীর্জাগুলোতে প্রার্থনা করা হয়। বড়দিন উপলক্ষে অনেকে শান্তাক্রুজ সেজে শিশুদের আনন্দ দেয়াসহ তাদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেন। এ উপলক্ষে বিভিন্ন গীর্জায় খ্রীষ্টমাসট্রি সাজানো হয়।

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লভপুর ও ভবেরপাড়া চার্চ পরিদর্শন করেন। তিনি উপস্থিত সকলের উদ্যোগে সোহার্দ্য ও শান্তিপূর্ন পরিবেশে বড়দিন  পালনের আহবান জানান। গীর্জার আশে-পাশে বড়দিন উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ওই সব স্থানে সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নেয়া হয় সব ধরনের ব্যবস্থা।