মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারী: মেহেরপুর শহরের বড়বাজার চার রাস্তার মোড়ে এক সড়ক দূর্ঘটনায় মেহেরপুর সরকারী কলেজের বিকম ১ম বর্ষের ছাত্রী বিলকিছ খাতুন মারাত্মক আহত হয়েছে। আহত বিলকিছ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের ওসমান আলীর মেয়ে। সে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর থেকে একটি আলগামনে ওসমান আলীর মেয়ে বিলকিছ মেহেরপুর সরকারী কলেজে আসছিল। একই সাথে একই গ্রামের কিছু এসএসসি ছাত্র-ছাত্রী অপর একটি আলগামনে মেহেরপুরে পরীক্ষা দেয়ার জন্য আসছিলো। উভই আলগামন মেহেরপুর শহরের বড়বাজার চার রাস্তার মোড়ে পৌছালে একটি আরেকটিকে সাইড দিতে গেলে দূর্ঘটনা ঘটে। এতে বিলকিছ মারাত্মক আহত হয়ে রাস্তায় ছিটকে পরে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত বিলকিছের পা অনেকখানি কেটে গেছে। ক্ষত স্থানে ১৮টি সেলাই দেয়া হয়েছে।তিনি আরো জানান,তার সম্পূর্ন সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।