আইন-আদালত

মেহেরপুরে ভারতীয় ঔষধ বহন করার দায়ে একজনের ৭ বছরের সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

May 31, 2015

মেহেরপুর নিউজ,৩১মে: মেহেরপুর জেলা দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: রবিউল হাসান ভারতীয় ঔষধ বহন করার দায়ে মেহেরপুর শহরের ঘাটপাড়ার আতিকুর রহমান ওরফে আতিককে ৭ বছরের সশ্রম কারাদন্ড ,১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। রোববার দুপুরে তিনি ওই রায় দেন। মামলার বিবরণে জানা গেছে,২০০৯ সালের ১৭ নভেম্বর গাংনী র‌্যাব ক্যাম্পে এস আই আব্দুল মজিদের নেতৃত্বে র‌্যাবের একটি দল টহল থাকা অবস্থায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি ( ঢাকা মেট্রো ব-১৪-১৬৮১) গাংনী বাসস্ট্যান্ডে পৌছালে র‌্যাব সদস্যরা গাড়ী তল্লাশি করে। ওই সময় দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় ঔষধ উদ্ধার করে। ওষধ বহন করার দায়ে শহরের ঘাটপাড়ার নসিব উদ্দিনের ছেলেন আতিকুর রহমান ওরফে আতিককে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৮। জি আর মামলা নং-৫৬৩/০৯,এসটিসি নং-০৪/২০১০। মামলার তদন্তকারী কর্মকর্তা এস অাই মেহেদী হাসান প্রাথমিক তদন্ত শেষে ৩০ নভেম্বর ২০০৯ এ চার্জশীট দাখিল করেণ। যার নং-২০২। মামলায় মোট ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যে আতিক দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ওই শাস্তি প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে অ্যাড. ইয়ারুল ইমলাম কৌশুলীর ভুমিকা পালন করেন।