বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 23, 2020

মেহেরপুর নিউজ:

ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ মেহেরপুর জেলা শাখার  পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শাখার সভাপতি রোকসানা আরা রেক্সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি শেখ শহীদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সিনিয়র সহ-সভাপতি শারমিন শহীদ, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি, সদস্য মনির আল মিজান মিজান, বিথী আরা, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এইচ এম সাধারণ সম্পাদক আক্কাস আলী।

বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এর আগে অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। রোকসানা আরা রেক্সোনাকে সভাপতি, আবদুল্লাহ আল মামুন রাসেলকে সাধারণ  সাধারণ করে মোট ৪১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল হাসনাত দিপু, ফৌজিয়া আফরোজ তুলি, সহ-সম্পাদক সুলতানা রাজিয়ার টনি, সাংগঠনিক সম্পাদক মহীদুল ইসলাম মোহিত, কোষাধ্যক্ষ মানিক হসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান নির্বাহী সদস্য রাহিনুজ্জামানের পলেন, তোজাম্মেল আজম, গোলাম মোস্তফা, মুফলেহুর রহমান কোয়েল, এস এ মালেক, রিন্টু রহমান, রাজীব, এস এম রফিকুল আলম, নাসির উদ্দিন, আমজাদ হোসেন, চায়না পারভীন, ফারহানা তাসনিম হ্যাপি, শামস আল দীন, নিহাজ খান, মিনারুল ইসলাম, জিনারুল ইসলাম, ইতি, মিরাজুল ইসলাম, মনিরা মিলি, নাসরিনা নাজনীন, সাব্বির হোসেন সোহাগ, আমজাদ, সাধন কর্মকার, সন্তোষ কর্মকার, অনামিকা সুলতানা, কানিজ সুলতানা, জিনান তাসনিম, অনিকা হাসান, রচনা ও শরীফ আনজুম রত্নি।