বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভারী তামাকের বোঝা মাথায় না নেওয়ায় চারজনকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

April 06, 2017

মেহেরপুর নিউজ,০৬ এপ্রিল: মেহেরপুরের গাংনীতে তামাকের ভারী বোঝা মাথায় নিতে রাজী না হওয়ায় একই পরিবারের চারজন কে পিটিয়ে জখম করেছে আনছার আলী নামের এক তামাক চাষী ও তার ছেলেরা। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার কাথুলীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কাথুলী গ্রামের মোফাজ্জেল হক ,তার স্ত্রী আহারন নেছা ,ছেলে মহিবুল ইসলাম ও সজীব হোসেন । আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মহিবুল ইসলাম জানান, শ্রমিক হিসেবে আনছার আলীর বাড়িতে তামাকের জমিতে কাজ করতে যায়। এসময় ভারী তামাকের বোঝা মাথায় না নেওয়ার তামাক মালিক আনছার আলী, তার ছেলে মিলন, হেলাল ও ভাতিজা মুন্না তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। এসময় তার বাবা মা ও ভাই তার প্রতিবাদ করতে গেলে তাদেও পিটিয়ে আহত করে। মহিবুলের মা আহারন নেছা জানান, তার ছেলে মহিবুল ইসলাম মেহেরপুর পৌর কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। দারিদ্রতার কারনে পড়ালেখা করতে না পেরে দিনমজুরের কাজ করে সংসার চালায়। স্থানীয়রা জানান, আনছার আলী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ার কারনে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। একারনে দিনের পর দিন কাথুলী এলাকায় অধিপত্য বিস্তার করে চলেছেন। একই পরিবারের চারজন পিটিয়ে মারাত্বক আহত করার ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এলাকা বাসি। এ ব্যপারে অভিযুক্ত আনছার আলীর পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আনছার আলী ও তার ছেলেরা অন্যায় করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।