কৃষি সমাচার

মেহেরপুরে ভার্মি কম্পোস্ট ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: “পরিবেশ বান্ধব কেঁচো সার ব্যবহার করি, অধিক ফসল ঘরে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার মেহেরপুর সদর উপজেলার আামঝুপি নীলকুঠি চত্তরে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ১৫০ জন কেঁচো সার উৎপাদনকারী নাম রেজিট্রেশনের মাধ্যমে ভার্মি কম্পোষ্ট ফাউন্ডেশন গঠন করা হয়েছে। মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আব্দুর রকিব, জায়কা প্রতিনিধি গৌত সান, আক্তার হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, শওকত ওসমান, তহিদুল ইসলাম, ঝিনেদার মহেশপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীম হুমায়ূন, সদর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা এস এম কুতুবউদ্দীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, রসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশ বিপর্যয়সহ প্রকৃতির উপর নানা ভাবে এর প্রভাব পড়ছে। এই বিপর্যয় রোধে কেঁচো সার ব্যবহার করার জন্য কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।