খেলাধুলা

মেহেরপুরে ‘ভাষা শহীদ স্মৃতি ক্রিকেটে’ ব্রাইট ষ্টার চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

February 22, 2016

মেহেরপুর নিউজ, ২২ ফেব্রুয়ারি: “মাদকের পরিবর্তে ক্রিকেট, সময়ের সাথে প্রস্তুত তারণ্য “ এই শ্লোগানে ফেন্ডস ইলেভেনের উদ্যোগে মেহেরপুরে ভাষা শহীদ স্মৃতি ক্রিকেটে টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। টুর্নামেন্টে ব্রাইট ষ্টার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফা্ইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ব্রাইট ষ্টার ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাসিম সর্বোচ্চ ২৯ রান করে । জবাবে খেলতে নেমে লাইন ক্লিয়ার বুলস ৬৪ রান করে সকলে আউট হয়ে যায়। খেলা শেষে ফ্রেন্ডস ইলেভেনের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, উপ প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাকুর রহমান তুষার, সাদাত ইসলাম , হাসানুজ্জামান হিলন, মো: মাসুদ রানা প্রমুখ। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং সাড়ে তিন হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। রানার্স অাপ দলের হাতে আাড়াই হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

টুর্নামেন্টে পরিচালনায়  সহযোগীতা করেন  হযরত আলী, নাহিদ হাসান, পাপন, রাজিব, মোহাইমিনুর রহমান আবির , রকি  ও ইমরান।