বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি আওতায় গরুর বাছুর হস্তান্তর

By মেহেরপুর নিউজ

July 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি আওতায় ১০ জন অসহায় হতদরিদ্র ব্যাক্তির মাঝে গরুর বাছুর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গরুর বাছুর বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে ১০ জন অসহায় হতদরিদ্র ব্যাক্তির মাঝে গরুর বাছুর হস্তান্তর করেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।